নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৩৬। উপজেলা উদ্যোক্তা ফেডারেশন নির্বাচন,
Ø তফসিল,
o
দেশের প্রতিটি উপজেলায় ‘উপজেলা মালিক/উদ্যোক্তা ফেডারেশন’ কমিটি
থাকবে। ইউনিয়ন মালিক/উদ্যোক্তা ফেডারেশন নির্বাচনের পরবর্তী
বছর ১ জুলাই উপজেলা মালিক/উদ্যোক্তা ফেডারেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
o
উপজেলা মালিক/উদ্যোক্তা ফেডারেশন কমিটির পদসমূহ ‘ইউনিয়ন মালিক/উদ্যোক্তা ফেডারেশন’ কমিটির মতো একই পদ থাকবে।
o
ইউনিয়ন মালিক/উদ্যোক্তা
ফেডারেশনের সভাপতি ও সহ-সভাপতি পদধিকার বলে উপজেলা মালিক/উদ্যোক্তা ফেডারেশনের কার্যকরী সদস্য পদে অধিষ্ঠিত হবেন।
o
উপজেলা মালিক/উদ্যোক্তা ফেডারেশনের সদস্যগণ পদাধিকার বলে উপজেলার
বিভিন্ন (খাত) মালিক/উদ্যোক্তা কমিটির সভাপতি হবেন। তবে কে কোনো স্টান্ডিং কমিটির সভাপতি
হবেন তা ‘উপজেলা মালিক/উদ্যোক্তা ফেডারেশন’ কমিটি নির্ধারণ করবে।
Ø প্রার্থী,
o
‘উপজেলা মালিক/উদ্যোক্তা ফেডারেশন’ কমিটির নির্দিষ্ট ৩২টি পদের
জন্য, ইউনিয়ন মালিক/উদ্যোক্তা ফেডারেশনের একই পদের নির্বাচিতদের থেকে প্রার্থী
হবেন (গুরুপিং অনেক কম হবে)। অর্থাৎ যারা ইউনিয়ন মালিক/উদ্যোক্তা
ফেডারেশনের সভাপতি, আমদানি ও রপ্তানি সম্পাদক, আইন সম্পাদক ইত্যাদি পদে নির্বাচিত
হয়েছেন তারা যথাক্রমে উপজেলা মালিক/উদ্যোক্তা ফেডারেশন নির্বাচনে সভাপতি,
আমদানি ও রপ্তানি সম্পাদক, আইন সম্পাদক ইত্যাদি পদের প্রার্থী হবে।
o
উপজেলা মালিক/উদ্যোক্তা ফেডারেশন পদের সাবেক
বিজয়ী বা পরবর্তীতে
পরাজিত সদস্য উপজেলা মালিক/উদ্যোক্তা ফেডারেশন নির্বাচনের যেকোনো পদে প্রার্থী হতে পারবেন।
o
উপজেলা মালিক/উদ্যোক্তা ফেডারেশনের পদে সর্বোচ্চ তিন টার্ম দায়িত্ব পালন
করতে পারবেন এবং ছয় টার্ম প্রার্থী হতে পারবেন।
o ইউনিয়ন মালিক/উদ্যোক্তা ফেডারেশন নির্বাচনে জয়ী ও সর্বশেষ পরাজিত প্রার্থী উপজেলা মালিক/উদ্যোক্তা ফেডারেশন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
Ø ভোটার,
o
নির্দিষ্ট উপজেলার সকল ইউনিয়ন
মালিক/উদ্যোক্তা ফেডারেশনের সদস্যরা উপজেলা মালিক/উদ্যোক্তা ফেডারেশন নির্বাচনে সকল পদের ভোটার হবেন।
o
উপজেলায় একাধিক (খাত) মালিক/উদ্যোক্তা কমিটি বা সাব কমিটি থাকতে
পারে। তবে উপজেলার (খাত) মালিক/উদ্যোক্তা কমিটি বা সাব কমিটি, উপজেলা মালিক/উদ্যোক্তা
ফেডারেশন ভোটার হবে না।
o
তফসিল ঘোষণার ১৫ দিন পূর্বে খসড়া ভোটার তালিকা উপজেলা
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
o
খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে খসরা ভোটার তালিকা প্রকাশের ৫
দিনের মধ্যে আপিল দাখিলের সময় থাকবে।
o
আপিল দাখিলের পরবর্তী ১০ দিনের মধ্যে আপত্তি নিষ্পত্তি করা
হবে এবং তফসিল ঘোষণার সাথে চূড়ান্ত ভোটার তালিকা উপজেলা নির্বাচন কমিশনের
ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
Ø ভোট কেন্দ্র,
o
উপজেলায় দ্বিতীয় শীর্ষ র্যাংকিংয়ে থাকা প্রাথমিক বিদ্যালয়ে
ভোট অনুষ্ঠিত হবে।
o
জেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাচন অফিসার
সহকারী রিটার্নিং অফিসার, ঐ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক প্রিজাইডিং অফিসার এবং
শিক্ষকবৃন্দ সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
Ø
নির্বাচনী ফলাফল,
o
ভোট গনণা শেষে কেন্দ্রের প্রতিটি কক্ষে বিজয়ী
ঘোষণা করা হবে, তারপর কেন্দ্রে প্রাথমিক বিজয়ী ঘোষণা করা হবে।
o
নির্বাচনের পরের দিন সিসিটিভির ঘণ্টা ও মিনিট উল্লেখ করে অভিযোগ
বা সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করে প্রার্থী আপিল করতে পারবেন এবং পরবর্তী ৬ দিনের মধ্যে
আপিল নিষ্পত্তি করে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।
o যে সকল নির্বাচনী আসনে নির্বাচনের পরের দিন আপিল আসবে না, সেখানে নির্বাচন পরবর্তী ২য় দিন বিকাল ৫টার পর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।